আপডেটের সময়ঃ আগস্ট ১০, ২০২৫
শ্রীপতি রঞ্জন বিশ্বাসের কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৭ টায় ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারি হলে কবি শ্রীপতি রঞ্জন বিশ্বাসের ‘ছন্দময় পংক্তিমালা’ কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে প্রকাশনা সংস্থা খড়িমাটি।
অনুষ্ঠানে পাঠ উন্মোচনপূর্বক আলোচনা, সঙ্গীত ও কবিতা পাঠ হবে। এতে অতিথি আলোচক থাকবেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিজন।
উল্লেখ্য, শ্রীপতি রঞ্জন বিশ্বাস। পিতা সুরেন্দ্র লাল বিশ্বাস আর মা স্নেহলতা বিশ্বাসের ছয় সন্তানের মাঝে তিনি পঞ্চম। তাঁর জন্ম ১৩ মার্চ ১৯৪১ সালে চট্টগ্রামের রাউজান থানার বিনাজুড়ি গ্রামে। পড়াশোনা আর বেড়ে ওঠা প্রবর্তক সংঘ, চট্টগ্রামে।
ভাল ছাত্র হিসাবে সুনাম ছিল আর স্কুল জীবনে স্বর্ণপদক প্রাপ্তি। এরপর সিটি কলেজ নৈশ বিভাগ থেকে ব্যবসা শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশায় ব্যবসায়ী ছিলেন।
অবসরের সঙ্গী রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত ও ঈশ্বরচন্দ্র গুপ্ত। লেখালিখির শুরুতে তিনি সনেট লিখতেন। পরবর্তীতে আরও বিভিন্ন ছন্দের কবিতা লিখেন। অনেক লেখা অযত্ন-অবহেলায় হারিয়ে গেছে। ছন্দ ও ব্যঞ্জনার মিলের ব্যাপারে খুবই খুঁতখুঁতে ছিলেন।
স্ত্রী-শিখা বিশ্বাস, গৃহিনী। তাঁদের ২ মেয়ে শর্মিলী বিশ্বাস আর সুপর্ণা বিশ্বাস, ১ ছেলে শান্তনু বিশ্বাস। তিনি ১১ আগস্ট ২০২১ সালে পরোলোক গমন করেন।## বিজ্ঞপ্তি