আপডেটের সময়ঃ এপ্রিল ৬, ২০২৪
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’ শীর্ষক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম। নিপ্পন পেইন্টের সৌজন্যে ৫০ জনের বেশি চিত্রশিল্পী আগামী ১৩ এপ্রিল শনিবার রাতে নগরের ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির সড়ক গানে গানে তুলির আঁচড়ে রাঙিয়ে তুলবেন। এর পর ১৪ এপ্রিল সকাল ৮টা থেকে এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
সম্মিলন পরিষদের বাংলা বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজনে পরিষদের সদস্যরা পরিবেশন করবেন স্বদেশ পর্যায়ের গান। এ ছাড়া দিনব্যাপী আয়োজনে অন্যান্য সংগঠন তাদের গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করবে। কথামালায় অংশ নেবেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক রীতা দত্ত, সাহিত্যিক ফেরদৌস আরা আলীম, ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ।
বর্ষবরণ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিল্পী শ্রেয়সী রায়। সভায় দুদিনের অনুষ্ঠান সূচি নির্ধারণ করা হয়।
১৩ এপ্রিল রাতে নিপ্পন পেইন্টের সৌজন্যে ডিসি হিলের সামনে ’আলপনার রঙে নববর্ষ আবাহন’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিল্পী কে এম এ কাইয়ূম, মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী স্বপন আচার্য ও শিল্পী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী। আরও উপস্থিত থাকবেন শিল্পী বিশ্বজিৎ তলাপাত্র, সুকান্ত চৌধুরী ও অজয় সেন চৌধুরী। এ সময় পরিষদের নিজস্ব শিল্পী ও বাউল শিল্পীদের গানের সুরে সুরে তুলির আঁচড় দেবেন চিত্রশিল্পীরা। বাঙালি সংস্কৃতির আবহমান ধারাকে তুলে ধরতে এই আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। – বিজ্ঞপ্তি